Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

গোকুল ইউনিয়নের মেধ নামক স্থানে ঐতিহাসিক বেহুলা- লক্ষিদরর বাসর ঘর, চাদমুহা হরিপুর- শাহারবিল এলাকায় চাদ সওদাগরের বসত বাড়ী, নামুজা ইউনিয়নের চিংগাসপুরে পদ্মা দেবীর বাড়ী, লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়ার কালু গাজীর কোট, বৃন্দাবন(বৃন্দাবনপাড়া), রামশহর, বামনপাড়া ভিমের জাং্গাল, পলাশবাড়ী, মথুরা এবং নোনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এফতেদায়ী মাদ্রাসা সংলগ্ন সাপের ওঝা ধনন্তরীর বাড়ী অবস্থিত। উপজেলার প্রানকেন্দ্র সাথমাথায় সার্কিট হাউজ সংলগ্ন যা বর্তমানে প্যালেস মিউজিয়াম নামে বহুল পরিচিত। ঐতিহাসিক আলতাফূননেছা খেলার মাঠ ও বগুড়া উডবাণ পাবলিক লাইব্রেরী যা ১৮৫৪ সালে স্থাপিত হয়েছে। উডবান পাবলিক লাইব্রেরী সংলগ্র স্থানে বিটেনের রাজপরিবারের সদস্য এডওয়াটর্ড ৭ম জজের একটি প্রচীন ভাসকার্য রয়েছে।