Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বগুড়া সদর

বগুড়া সদর উপজেলার মৌলিক তথ্য

 

ভৌগলিক অবস্থানঃ

 

৮৮.৫০ ডিগ্রী পূর্ব থেকে ৮৮.৯৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ২৪.৩২ ডিগ্রী উত্তর থেকে ২৫.০৭ ডিগ্রী  উত্তর অক্ষাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত।

জেলা সদর হতে দুরত্বঃ

 

০৭ কিঃ মিঃ

আয়তনঃ

 

১৭৬.৫৮ বর্গ কিলোমিটার

সীমানাঃ

 

 উত্তরে-শিবগঞ্জ, দক্ষিণে-শাজাহানপুর, পূর্বে-গাবতলি এবং পশ্চিমে-কাহালু উপজেলা

 

নামকরণঃ

 

সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তাঁর নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া

 

উপজেলায় রুপান্তরঃ

 

০১-১২-১৯৮৩ খ্রিঃ

সংসদীয় আসনঃ

 

৪১, বগুড়া-৬  

জনসংখ্যার বৃদ্ধির হারঃ

 

২.৪৪ (প্রায়)

শিক্ষা হারঃ

 

৬৫.৭% (জাতীয় ৫১.৮)

জনসংখ্যা ঃ

       

৫,৫৫,০১৪ জন (পুরুষ ২,৮৮,০৮৪জন; মহিলা ২,৬৬,৯৩০জন)

জনসংখ্যার ঘনত্বঃ

 

৩,১৪৩ ( প্রতি বর্গ কিঃ মিঃ)

উল্লেখযোগ্য নদীঃ

 

করতোয়া

গড় তাপমাত্রাঃ

 

সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রী সেঃ, সর্বনিম্ন-১১.৯ ডিগ্রী সেঃ

বৃষ্টিপাতঃ

 

বাৎসরিক ১৬১০ সেঃ মিঃ

ব্যাংক শাখাঃ

 

৭২টি

খাদ্য গুদামঃ

 

০২টি (মোট ধারণক্ষমতা ৮৫০০ মে: টন)

কোল্ড ষ্টোরেজঃ

 

১১টি

পৌরসভাঃ

 

০১টি (‘‘ক’’ শ্রেণির, স্থাপিত ১৮৭৫ খ্রিষ্টাব্দ)

পুলিশ স্টেশনঃ

 

০১টি  (পুলিশ ফাঁড়ি ০৭ টি, জিআরপি ফাঁড়ি ০১ টি)

রেল স্টেশনঃ

 

০১টি

সরকারি এতিমখানাঃ

 

০১টি

জুট মিলঃ

 

০৫টি

স্টেডিয়াম ঃ

 

০১টি

দর্শণীয় স্থান ঃ

     

বেহুলার বাসর ঘর, চাঁদ সওদাগরের বসতবাড়ি, প্যালেস মিউজিয়াম ও উডবার্ণ লাইব্রেরী

 

 

ভূমি অফিস সম্পর্কিত তথ্য

 

২০২২-২৩ অর্থ বছরের  ডিসেম্বর ২০২২ পর্যন্ত 

ভূমি উন্নয়ন করের দাবী ও আদায় বিবরণিঃ

 

 

বগুড়া সদর

দাবী

মোট আদায়

শতকরা

হার

বকেয়া

হাল

মোট

 

সাধারণ

 

৭৩২৮৪৯৬/-

 

 

১,৪২,৮৭৬৩৪/-

 

২,১৬,১৬১৩০/-

 

৮২৭২৯৯৪/-

৩৮.২৭

সংস্থা

৪১৭৯৫৭৭/-

৭৪০৩২৪৭/-

১১৫৮২৮২৪/-

১৭৪৮৮৬/-

১.৫০

 

    হাট-বাজার                       ঃ(ক) মোট সংখ্যা  ২০ টি

   (খ) মোট ইজারার মূল্য ১৩৩৮২১৯০/-,

/- টাকা।

     জলমহাল                          ঃ  ৯৭ টি

                                                

 

অর্পিত সম্পত্তি (২০২১-২০২২)      ঃ  (ক) মোট অর্পিত সম্পত্তির পরিমাণ  ৫১৩.১৫৬৭ একর

                                                  (খ) ‘ক’ তফশিলভূক্ত সম্পত্তির পরিমাণ  ১৪২.৫১ একর

                                                  (গ) ‘খ’ তফশিলভূক্ত সম্পত্তির পরিমাণ  ৩৭০.৬৪৬৭ একর

                                                                            (ঘ)মোট দাবী ১৪৭০০৯০/-

                                                                            (ঙ)  জানুয়ারি/১৬ মাস পর্যন্ত আদায়   ১১২১৭৮২/-

 

  

কৃষি সম্পর্কিত তথ্য   

 

 

মোট  জমির পরিমাণ

মোট আবাদি জমির পরিমাণ ঃ

 ঃ

 

১৭,৬৬৫ হেক্টর

১১,৪০০ হেক্টর

খাদ্য শস্যের মোট চাহিদাঃ

 

১,০৭,৬৫২ মেট্রিক টন

মোট খাদ্য শস্য উৎপাদনঃ

 

৭২,৮৩০ মেট্রিক টন

মোট ঘাটতি ঃ

 

৩৪,৮২২ মেট্রিক টন

প্রধান ফসলঃ

 

ধান, আলু, মরিচ, সরিষা, ভুট্রা, গম এবং বিভিন্ন শাক-সবজি

       

 

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়        ঃ  ১১৯টি

          ছাত্র-ছাত্রী                           ঃ  ৩৫৩৩৫জন

ভর্তির হার                           ঃ  ১০০%

ঝড়ে পড়ার হার                     ঃ  ৮-১২%

 

মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত তথ্য

 

 

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়    ঃ

 

সহশিক্ষা ০৫টি

 

সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ

 

বালিকা ০১টি এবং বালক ০১টি, মোট-০২টি

 

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ

 

বালিকা ১৪টি, বালক ০২টি এবং সহশিক্ষা ৩৫টি, মোট ৫১টি

 

বেসরকারী স্কুল এন্ড কলেজঃ

 

বালিকা ০১টি এবং সহশিক্ষা ১১টি, মোট-৫১টি

 

সরকারী কলেজঃ

 

 মহিলা ০১টি এবং সহশিক্ষা ০২টি, মোট-০৩টি

 

বেসরকারী কলেজঃ

 

উচ্চ মাধ্যমিক ০৩টি ও ডিগ্রী কলেজ ০৬টি, মোট-০৯টি

 

সরকারী মাদ্রাসাঃ

 

কামিল ০১টি

 

বেসরকারী মাদ্রাসাঃ

 

দাখিল ১৮টি, আলিম ০৪টি এবং ০৩টি, মোট-২৫টি

 

কারিগরি বি.এম কলেজঃ

 

সহশিক্ষা ০৭টি ও মহিলা কারিগরি ০১টি, মোট-০৮টি

 

কওমী/ফোরকানিয়া মাদ্রাসাঃ

 

৩৫ টি

 

এবতেদায়ী মাদ্রাসা        ঃ

 

১৬টি

 

মাল্টিমিডিয়া ক্লাসরম্নম                  ঃ   ৯৪ টি

 

 

স্বাস্থ্য সম্পর্কিত তথ্য

 

হাসপাতালঃ

 

২টি (শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মোহাম্মাদ আলী হাসপাতাল)

ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রঃ

 

০৫টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ কেন্দ্রঃ

 

১১টি

কমিউনিটি ক্লিনিকঃ

 

৩৪টি

 

সামাজিক নিরাপত্তা বেষ্টণী সম্পর্কিত তথ্য 

 

সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা          ঃ  ৩৪৭ জন   

বয়স্ক ভাতাপ্রাপ্ত                              ঃ  ৪৯০১ জন

প্রতিবন্ধি ভাতাপ্রাপ্ত                           ঃ  ৯৬৯ জন

প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি ভাতাপ্রাপ্ত          ঃ  ৮৬ জন

বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতাপ্রাপ্ত       ঃ  ২১৩৪ জন

ভিজিডি প্রাপ্ত                                 ঃ  ১৬১৩ জন

 

বগুড়া সদর উপজেলার উল্লেখযোগ্য কার্যক্রম (অর্থ বছর ২০২২-২০২৩)

 

১।ভূমি অফিস ডিজিটাইজেশনঃ ভূমি সংক্রান্ত সেবা সহজে জনগণের  দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষে উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের কার্যক্রম ডিজিটাইজেশনের আওতায় আনা হয়েছে। বর্তমানে সেবাপ্রার্থীগণ  অনলাইনে নামজারি, বিবিধ মামলা ও অন্যান্য আবেদন  করতে পারছেন। এই সাইটটিতে অত্র উপজেলার বিদ্যমান এমআরআর ও আরএস খতিয়ান  রয়েছে, প্রয়োজনে সেবাপ্রার্থীগণ সেটি দেখতে পারবেন। এই সাইট হতে সেবা প্রার্থীগণ অত্রাফিসের প্রদেয় সেবা সম্পর্কেও জানতে পারবেন। 

 

ওয়েব সাইটটির ঠিকানা:www.aclandbograsadar.gov.bd

 

২। শিক্ষা উন্নয়ন ঃক) দরিদ্র মেধাবী ১৫৫ জন শিক্ষার্থীর মাঝে ৪,০০,০০০/- টাকা বিতরণ করা হয়েছে।

                        খ) প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩টি 

                            কম্পিউটার বিতরণ করা হয়েছে।

                        গ)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১,৫০০টি নতুন  শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

৩। নারী উন্নয়ন ঃ দুঃস্থ মহিলাদের মাঝে ৮০টি সেলাই মেশিন বিতরণ  করা হয়েছে।

৪। সামাজিক উন্নয়নঃ  শারিরিক প্রতিবন্ধীদের মাঝে ৪০টি হুইল চেয়ার বিতরণ ।

৫। কৃষি উন্নয়নঃ প্রকল্পের মাধ্যমেঅত্র উপজেলার প্রগতিশীল কৃষকগণের মাঝে

                      ক) কৃষি উপকরণ বিতরণ করা হয়

                      খ) কৃষকদের সম্মাননা প্রদান করা হয়

                      গ) মাটির স্বাস্থ্য  ও নারীর আর্থিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ২২ জন নারী কৃষককে  

                           ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয়।